বইমেলায় এবার নেই শিশুপ্রহর...

বইমেলায় এবার নেই শিশুপ্রহর...

ছুটির দিনে সকাল থেকেই শিশু-কিশোর আর ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর অমর একুশে গ্রন্থমেলা। শিশুপ্রহর না থাকলেও শিশুতোষ স্টলগুলোতেই ভিড় ছিলো বেশি। মেলায় করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাপ্তাহিক ছুটির দিনে বইমেলায় ভিড় হবে, এমনটা স্বাভাবিক হলেও এবারে সেই চিত্র কিছুটা ভিন্ন। কেননা এ বছর নেই শনিবার সকালের শিশুপ্রহর।

তবে শিশুপ্রহর না থাকলেও শিশুতোষ স্টলগুলোতে ছিলো শিশুদের রাজত্ব। তার ওপর মেলায় যদি আসে পছন্দের লেখক, তাহলে তো কথাই নেই। এদিন মেলা প্রাঙ্গনে এসেছিলেন জনপ্রিয় লেখক জাফর ইকবাল। তিনি এসেছিলেন সেন্টার ফর রিসার্চ ইনফর্মেশনের উদ্যোগে আয়োজিত মুজিব গ্রাফিক নভেলের সেই দুই পর্বের মোড়ক উন্মোচনে। প্রিয় লেখককে পেয়ে উচ্ছ্বসিত হয় শিশুরা।

এদিকে মেলার শিশু কর্ণারে শিশুদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। মেলার শুরুতেই যেমন সাড়া মিলছে, তাতে প্রত্যাশা বেড়েছে বিক্রেতাদের।

সাপ্তাহিক ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯ পর্যন্ত খোলা থাকছে বইমেলা।

#তমহ/বিবি/১৯-০২-২০২২

ক্যাটেগরী: জাতীয়

ট্যাগ: জাতীয়

জাতীয় ডেস্ক, বিবি শনি, ফেব্রুয়ারী ১৯, ২০২২ ৮:১২ পূর্বাহ্ন

Comments (Total 0)