চার বছরে ঋণ সর্বোচ্চ...

চার বছরে ঋণ সর্বোচ্চ...

বেসরকারি খাতে ঋণের পরিমাণ চার বছরে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। জুন মাসে বেসরকারি খাতে ঋণ দেয়া হয়েছে ১৩ দশমিক ছয় ছয় শতাংশ যা লক্ষ্যমাত্রার কাছাকাছি।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, ডলারের দাম ও আমদানি বাড়ার প্রভাব এটি। ঋণের প্রবাহ কমাতে সুদ হার বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের।
বেসরকারি খাতে ঋণের পরিমাণ কমানোর লক্ষ্য সরকারের। তাই চলতি অর্থবছরে নির্ধারণ করা হয় ১৪ দশমিক এক শতাংশ। কিন্তু জুন মাসে বেসরকারি ঋণ বেড়েছে ১৩ দশমিক ছয় ছয় শতাংশ, যা গত ৪৩ মাসে সর্বোচ্চ।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, করোনার পর অর্থনৈতিক কার্যক্রমের পাশাপাশি আমদানি বেড়ে যাওয়ায় বেসরকারি খাতে ঋণ বেড়েছে। এ ছাড়া ডলারের দাম বাড়ার প্রভাবও পড়েছে।

তবে অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সরকারি-বেসরকারি ঋণের প্রবাহ কমানো উচিত। এজন্য ঋণে সুদের হার ৯ শতাংশ তুলে নেয়ার তাগিদ দিচ্ছেন তারা। সুদ হার বাড়ালে ঋণ নেয়া এবং এবং অপ্রয়োজনীয় আমদানি কমে আসবে বলে মনে করেন তারা।

গত অর্থবছর বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ছয় সাত শতাংশ।

#তমহ/বিবি/০৩-০৮-২০২২

ক্যাটেগরী: ব্যাংক

ট্যাগ: ব্যাংক

ব্যাংক ডেস্ক, বিবি বুধ, আগষ্ট ৩, ২০২২ ২:৩৮ পূর্বাহ্ন

Comments (Total 0)