কাওয়াসাকির উৎসবের স্মৃতি
জাপানের কাওয়াসাকি সিটিতে দুই বছর আগে হয়েছিলো সেখানে বসবাসকারী ৩৬টি দেশের নাগরিকদের এক উৎসব। কাওয়াসাকি ইন্টারন্যাশাল সেন্টার আয়োজিত এই বৈশ্বিক উৎসবে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ। সংস্কৃতির আদান প্রদানই মূলত এ আয়োজনের মুখ্য উদ্দেশ্যে ছিলো। এতে অংশ নেয়া প্রবাসীরা নিজ নিজ দেশের পরিচিতি ও সংস্কৃতি সবার কাছে তুলে ধরে।
অনুষ্ঠানে লাল সবুজের পতাকা তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে টোকিও বিক্রমপুর স্টুডেন্ট ক্লাবের কাওয়াসাকি সিটিতে থাকা সদস্যরা। ছিলেন ক্লাবের সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসাইন ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম।
সেই স্মৃতি আজো মনে পড়ে। ২ জুলাই সকাল দশটায় শুরু হয় অনুষ্ঠান। চলে বিকাল পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাওয়াসাকি সিটির মেয়র নরিহিকো ফুকুদা। এছাড়া যুক্তরাজ্য, ক্রোয়েশিয়া, কিরগিজস্তান ও চিনসহ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, কর্মকর্তা ও কূটনীতিকরা এতে অংশ নেয়।
টোকিও বিক্রমপুর স্টুডেন্ট ক্লাবের সভাপতি মেহেদী হাসান উৎসবের মূল মঞ্চে স্লাইড শোর মাধ্যমে বাংলাদেশের পরিচয় তুলে ধরেন। এতে জানানো হয়, মহান মুক্তিযু্দ্ধে বাঙালির আত্মত্যাগ ও গৌরবের কথা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে হলো, সেই ইতিহাসও তুলে ধরা হয়। এই বিষয়গুলো সকলের সামনে উপস্হাপন করা হয়। জাপান ও বাংলাদেশের জাতীয় পতাকার মিল অমিল নিয়ে হল ভর্তি দর্শকদের প্রশ্নের উত্তর দেন তিনি।
দেশের প্রতিনিধিত্ব করেছি। বাংলাদেশকে তুলে ধরেছি। তাই এই উৎসবের স্মৃতি কখনোই ভোলবার নয়।
# টিএমএইচ/২৩ ০৮ ২০১৯/বিবি
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি