কোটিপতি বাড়ছেই...

কোটিপতি বাড়ছেই...

করোনা মহামারির মধ্যেও দেশে বাড়ছে কোটিপতির সংখ্যা। জুন শেষে দেশে কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখে। শুধু ছয় মাসে কোটিপতি হিসাব বেড়েছে ৬ হাজারের বেশি। এসব হিসাবে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৩৪ হাজার কোটি টাকা। এক শ্রেণির মানুষের হাতে অর্থ বেড়ে যাওয়ায় আয়-বৈষম্য বাড়ছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

করোনা মহামারিতে অর্থনীতির চাকা ধীর হয়ে যাওয়ায় কমছে সাধারণ মানুষের আয়। বেসরকারি হিসাবে, করোনার মধ্যে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে আড়াই কোটি। অন্য দিকে, এ সময় দ্রুত গতিতে বেড়েছে কোটিপতির সংখ্যা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বছরের প্রথম ৬ মাসে কোটিপতির হিসাব বেড়েছে ৬ হাজার ২৮টি। যার মধ্যে ৫ হাজার ৬৪৬টি হিসাব বেড়েছে শুধু মাত্র এপ্রিল থেকে জুন সময়ে। এই সময়ে কোটিপতিদের আমানত বেড়েছে ৩৯ হাজার ৩৮৯ কোটি টাকা।

করোনার সময়েও কোটিপতির সংখ্যা বৃদ্ধিকে ভালো লক্ষণ নয় বলছেন অর্থনীতিবিদরা। এটি দেশে বৈষম্য বাড়ার বহিঃপ্রকাশ বলে মত তাদের।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে দেশে মোট আমানতকারীর সংখ্যা ১২ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ২৬৬। এসব হিসাবে আমানতের পরিমাণ ১৪ লাখ ৩৯ হাজার ৭৬৩ কোটি টাকা। তবে, কোটি টাকার হিসাব মানেই সব ব্যক্তি হিসাব নয়। কারণ, ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়াও রয়েছে অনেক প্রতিষ্ঠান।

#তমহ/বিবি/২৩-১০-২০২১

ক্যাটেগরী: অর্থনীতি

ট্যাগ: অর্থনীতি

অর্থনীতি ডেস্ক, বিবি শনি, অক্টোবর ২৩, ২০২১ ৬:০৬ পূর্বাহ্ন

Comments (Total 0)