আশা জাগানিয়া উৎসব
বেসরকারি সংস্থা ব্র্যাকের পথচলার ৫০ বছর। দুই বছর আগে বাংলাদেশের অর্ধশতক পার হয়েছে। এদেশের অগ্রগতি আর ব্র্যাকের উত্থান যেন হাত ধরাধরি করে এগিয়েছে। যে কৃতিত্বের ভাগীদার বাংলাদেশের সবাই। এমন আশা জাগানিয়া বিষয় সামনে এনে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হয়েছে ‘ব্র্যাক হোপ ফেস্টিভ্যাল’। তিন দিনের এ আয়োজনের স্থান বাংলাদেশ আর্মি স্টেডিয়াম।
ব্র্যাকের উন্নয়ন কার্যক্রম, সামাজিক ব্যবসা কর্মকাণ্ড, বিনিয়োগ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উদ্যোগসহ দেশে বিদেশে সংস্থাটির সামগ্রিক কর্মকাণ্ডের সাথে দেশের নানা প্রান্তে কাজ করে যাওয়া মানুষের মিলনমেলায় সেজেছে উৎসব প্রাঙ্গণ।
হোপ ফেস্টিভালে ব্র্যাকের সহআয়োজক হিসাবে আছে বিকাশ, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
উৎসব চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।‘হৃদয়ে বাংলাদেশ’, ‘সম্ভাবনার শক্তি’ এবং ‘যে পৃথিবী আমরা গড়তে চাই’ এই তিনটি প্রতিপাদ্যকে সামনে রেখে সাজানো হয়েছে তিন দিনের অনুষ্ঠান। ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই আয়োজনে প্রি রেজিস্ট্রেশন করে সকলে অংশ নিতে পারবেন।
#তমহ/বিবি/১০ ০২ ২০২৩
Share with others:
Recent Posts
Recently published articles!
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি