সেই হোসনা ফিরছেন...
তিন সপ্তাহ আগে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব গিয়েছিলেন হোসনা। সম্প্রতি তিনি স্বামীর কাছে পাঠানো এক ভিডিও বার্তায় সেখানে তার নির্যাতিত হওয়ার কথা বলে দেশে ফেরার আকুতি জানান।
সৌদি আরবে নির্যাতিত হওয়ার কথা ভিডিও বার্তায় জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আসা হবিগঞ্জের হোসনা আক্তার দেশে ফিরছেন। আজ বুধবার রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তাকে দেশে পাঠানোর কথা রয়েছে।
তার স্বামী তাদের এক আত্মীয়ের সাহায্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করলে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তা দেখে হোসনাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস।
সৌদি আরবে জেদ্দা থেকে এক হাজার কিলোমিটার দূরের নাজরান এলাকায় একটি বাড়িতে ছিলেন হোসনা। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশের সেইফ হোমে নেওয়া হয়। এরপর থেকে সেখানেই ছিলেন তিনি।
এ বছরের প্রথম ১০ মাসে অন্তত ৯৬১ জন নারী সৌদি থেকে দেশে ফিরে এসেছেন। গৃহকর্মে যাওয়া এই নারীদের বেশিরভাগই নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করছেন তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে।
#এসএস/বিবি/২৭ ১১ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি