চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ, যা এর আগের মাসে ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। এক মাসের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি কমেছে ০.০৫ শতাংশ। এ সময়ে গ্রামে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ এবং শহরে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৪৩ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল এ তথ্য জানিয়েছে।
বিবিএসের উপাত্ত অনুযায়ী সার্বিকভাবে জুলাই মাসে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭৬ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৭৩। মে মাসে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যে সার্বিকভাবে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৭ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৬০ শতাংশ এবং মে মাসে ছিল ৯ দশমিক ৯৬ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসে শহরে ও গ্রামে সার্বিক মূল্যস্ফীতি ছিল সাড়ে ৯ শতাংশের ওপরে। গ্রামে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮২ শতাংশ, যা জুন মাসে ছিল ৯ দশমিক ৯৫ শতাংশ এবং মে মাসে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।
#তমহ/বিবি/৭আগস্ট২০২৩
Comments (Total 0)