পামঅয়েলে মালয়েশিয়ার শুল্কহার শূন্যই

পামঅয়েলে মালয়েশিয়ার শুল্কহার শূন্যই

লক্ষ্য ছিলো পামওয়েলের রপ্তানি বাড়ানো। এ লক্ষ্য অর্জনে ২০১৮ সালের সেপ্টেম্বরে পাম অয়েলের শুল্ক শূন্য শতাংশে নামিয়ে আনে মালয়েশিয়া। এরপর থেকে তার আর বাড়েনি। এক বছর পর এসেও তার বহাল থাকছে। চলতি বছরের সেপ্টেম্বরেও পণ্যটির রপ্তানিতে শুল্কহার শূন্য রাখছে দেশটি। তাদের কাস্টমস বিভাগের উদ্ধৃতি দিয়ে পামঅয়েল বোর্ডের দেয়া এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এ তথ্য জানিয়েছে স্টার অনলাইন।

পামঅয়েল উৎপাদক ও রপ্তানিকারক দেশগুলোর তালিকায় মালয়েশিয়ার অবস্থান বিশ্বে দ্বিতীয়। দেশটির সরকারি তথ্যমতে, গত বছরের সেপ্টেম্বর থেকে মালয়েশীয় রপ্তানিকারকরা বিনা শুল্কে পামঅয়েল রপ্তানি করছে।

মে মাসে দেশটির সরকার পণ্যটি রপ্তানি বাড়াতে এবং বাজার বিস্তৃত করতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পামঅয়েল রপ্তানিতে বিদ্যমান শুল্কহার শূন্য শতাংশে অপরিবর্তিত রাখার আভাস দিয়েছিল। বাস্তবে সেই পথেই আছে তারা।

 

#টিএমএইচ/১৬-০৮-২০১৯/বিবি

ক্যাটেগরী: ব্যবসা

ট্যাগ: ব্যবসা

বিবি ডেস্ক শুক্র, আগষ্ট ১৬, ২০১৯ ১:১১ পূর্বাহ্ন

Comments (Total 0)