চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার

চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের আসরের চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ১৬ লাখ ডলার প্রাইজমানি। রানার্সআপ দল পাবে এর অর্ধেক, ৮ লাখ ডলার। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলের জন্য থাকছে ৪ লাখ ডলার করে।

এবার বাছাই পর্ব দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু হয়েছে। এটি ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এটি এখন ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে পুরো বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) থাকছে।

সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০১৮ সালে হবার কথা ছিল। কিন্তু ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য ২০১৮ সালের আসরটি বাতিল করা হয়। আর সূচি অনুযায়ী ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হবার কথা থাকলেও করোনার স্থগিত হয়ে যায়। পাঁচ বছর পর ২০২১ সালে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

#তমহ/বিবি/২২-১০-২০২১

ক্যাটেগরী: খেলা

ট্যাগ: খেলা

খেলা ডেস্ক, বিবি শুক্র, অক্টোবর ২২, ২০২১ ১২:৩২ অপরাহ্ন

Comments (Total 0)