সিঙ্গাপুর ও আমিরাতে ফ্লাইট বন্ধ

সিঙ্গাপুর ও আমিরাতে ফ্লাইট বন্ধ

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকাসহ বিশ্বের ৫৫টি গন্তব্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ কারণে দুবাই ও আবুধাবির সঙ্গে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই দুটি রুটে প্রতি সপ্তাহে বিমানের ফ্লাইট ছিল ১৪টি।

আরব আমিরাতের পর সিঙ্গাপুরেও ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ। আগামী ২১ মার্চ শনিবার থেকে বিমানের কোনো ফ্লাইট ঢাকা-সিঙ্গাপুর রুটে চলাচল করবে না। 

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন বলেন, সংযুক্ত আরব আমিরাত ঢাকার সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে জন্য আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুবাই ও আবুধাবিতে বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এ কথা জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন, সিঙ্গাপুর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ থাকবে।

মোকাব্বির হোসেন বলেন, বিমানের আন্তর্জাতিক ১৭টি রুটের মধ্যে ১৩টি বন্ধ হয়ে গেছে। বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের ব্যাংককে বিমানের ফ্লাইট চলছে।

আরব আমিরাতে বিমান ছাড়াও বাংলাদেশ থেকে এয়ার অ্যারাবিয়া ও এমিরেটস এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করে থাকে। এর মধ্যে এয়ার অ্যারাবিয়া শারজাহ এবং এমিরেটস দুবাইয়ে চলাচল করে। আরব আমিরাতের আগে কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয়।

#এসকেএস/বিবি/১৯-০৩-২০২০

ক্যাটেগরী: বিশ্ব

ট্যাগ: বিশ্ব

বিশ্ব ডেস্ক, বিবি বৃহঃ, মার্চ ১৯, ২০২০ ১১:২৮ পূর্বাহ্ন

Comments (Total 0)