টিকটক নিচ্ছে ৩ হাজার প্রকৌশলী

টিকটক নিচ্ছে ৩ হাজার প্রকৌশলী

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ৩ হাজার প্রকৌশলী নিতে যাচ্ছে। জনপ্রিয় এই অ্যাপ-প্লাটফর্ম আগামী তিন বছর ধরে ধাপে ধাপে নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে। তাদের তথ্যমতে, ইউরোপ, কানাডা এবং সিঙ্গাপুর থেকে বেশিরভাগ কর্মী নেওয়া হবে।

টিকটকের জনপ্রিয় শর্ট-ভিডিও অ্যাপের  মালিকানা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা থাকলেও এর প্রসারের পরিকল্পনা থেকে সরে আসেনি৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ব্যবহার করা তথ্যের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টিকটককে বর্জন করার নির্দেশ দিয়েছেন। এর কারণ অবশ্য এই সামাজিক যোগাযোগমাধ্যমের মূল প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্সকে৷
এর ধারাবাহিকতায় গত ৬ আগস্ট ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ অনুযায়ী, টিকটক যে তথ্য সংগ্রহ করে, তা চীনের কমিউনিস্ট পার্টির কাছে চলে যায় এবং তারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের তথ্যে নজরদারি করতে পারে। চীনা কোম্পানিগুলো যে অ্যাপ তৈরি করছে, তা জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি। ডোনাল্ড ট্রাম্প তখন বলেন, ‘টিকটক আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা এটা বন্ধ করে দেয়ার উদ্যোগ নিচ্ছি।’

তবে টিকটক যে বিশ্বব্যাপী আরো ছড়িয়ে পড়তে চায়, তা আঁচ করা যাচ্ছে প্রকৌশলী নিয়োগের উদ্যোগ থেকেই। এর পাশাপাশি তারা আরো জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের অন্যতম প্রধান প্রযুক্তিগত কেন্দ্র থাকবে। এখন টিকটকের জন্য প্রায় ১ হাজার প্রকৌশলী চীনের বাইরে কাজ করছেন। তাদের প্রায় অর্ধেকই ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে৷
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপস্টোর থেকে টিকটক ডাউনলোডের নিষেধাজ্ঞা জারির অনুমতি মার্কিন সরকারকে দেওয়া হবে কিনা সে রায় আদালত দেবে ৪ নভেম্বর। তথ্যসূত্র: ডয়েচে ভেলে

বিবি/টিএমএইচ/০১-১১-২০২০

ক্যাটেগরী: প্রযুক্তি

ট্যাগ: প্রযুক্তি

প্রযুক্তি ডেস্ক, বিবি রবি, নভেম্বর ১, ২০২০ ৬:২৬ পূর্বাহ্ন

Comments (Total 0)