দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা

দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা

টানা ৫ কার্যদিবসের দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে কিছুটা উত্থান থাকলেও একটু পরেই সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক।

মঙ্গলবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে বিরুপ প্রভাব। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ৪৮ কোটি ৭ লাখ ৭২ হাজার টাকা।

আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৫.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ৮২ লাখ ৭১ হাজার টাকা।

গতকালের কার্যদিবসের দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট কমে অবস্থান করে ৫০৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১১৭২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ১৭৭৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১০০টির, কমে ২০৯টির এবং অপরিবর্তিত থাকে ৪৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৯০ লাখ ৪৩ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৬৫.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২৮৯.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৫৫৩ টাকা।

এর আগের কার্যদিবসে সিএসইতে সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে অবস্থান করে ৯ হাজার ৩৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৭ লাখ ৪৯ হাজার টাকা।

এসএস/০৪-০৯-১০/বিবি

ক্যাটেগরী: শেয়ারবাজার

ট্যাগ: শেয়ারবাজার

শেয়ারবাজার ডেস্ক, বিবি বুধ, সেপ্টেম্বর ৪, ২০১৯ ৭:৩২ পূর্বাহ্ন

Comments (Total 0)