আবার ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বুধবার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ০১ বিলিয়ন ডলারে। মূলত এশীয় উন্নয়ন ব্যাংকের বাজেট সহায়তা ও রেমিট্যান্স প্রবাহের কারণেই বেড়েছে রিজার্ভ।
সম্প্রতি এডিবি বাজেট সহায়তা বাবদ ৪০০ মিলিয়ন ডলার ছাড় করেছে। এছাড়া চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৩ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ে ছিল ১১০ কোটি ডলার। সরকার মার্চ ও এপ্রিলের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা এসিইউকে ১ দশমিক ১ বিলিয়ন আমদানি বিল পরিশোধ করার পরে রিজার্ভ ২৯ বিলিয়ন ডলারে নেমে আসে।
মঙ্গলবারও রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। রিজার্ভ বাড়ার কারণে অনেক ব্যাংকের কাছে এখন এলসি পরিশোধ করার জন্য পর্যাপ্ত ডলার আছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
#তমহ/বিবি/২২জুন২০২৩
Comments (Total 0)