একুশে বই মেলা ১ দিন পেছাল

একুশে বই মেলা ১ দিন পেছাল

সিটি নির্বাচন, এসএসসি পরীক্ষার তারিখ পেছানোর পর এবার প্রথমবারের মতো অমর একুশে গ্রন্থমেলা শুরুও  এক দিন পেছাল। এবার বইমেলার উদ্বোধন হবে ২ ফেব্রুয়ারি। ঐতিহ্য অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার কথা।

সরস্বতীপূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ দুই দিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনবিধি অনুযায়ী, নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি থাকবে।

যোগাযোগ করা হলে বাংলা একাডেমির পরিচালক ও গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ জানান গ্রন্থমেলা ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে না। তবে তিনি বলেন, ‘গ্রন্থমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী, তাঁর কাছ থেকে সময় নেওয়া জন্য আমরা তাঁর দপ্তরে আবেদন করেছি। তবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ২ তারিখে উদ্বোধনের বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।’

এবারের অমর একুশে গ্রন্থমেলা অন্য যেকোনোবারের চেয়ে আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে। সাড়ে সাত লাখ বর্গফুট জায়গা নিয়ে এবারের মেলা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের মেলা উৎসর্গ করা হয়েছে তাঁকে। গতবারের তুলনায় এবারের মেলায় ৪০টি নতুন প্রকাশনা সংস্থা বেড়ে হয়েছে ৪১০টি। এর মধ্যে প্যাভিলিয়ন ২৩টির স্থলে হয়েছে ৩৪টি। বাড়ছে শিশু চত্বরের আয়তনও।

#এসএস/বিবি/১৯-০১-২০২০

ক্যাটেগরী: রাজধানী

ট্যাগ: রাজধানী

রাজধানী ডেস্ক, বিবি রবি, জানুয়ারী ১৯, ২০২০ ১১:৪১ পূর্বাহ্ন

Comments (Total 0)