আলোকচিত্রে রাশিয়ার মহাকাশ জয়

আলোকচিত্রে রাশিয়ার মহাকাশ জয়

ঢাকার রাশিয়ান হাউস পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ "স্পুতনিক -১" উৎক্ষেপণের ৬৪তম বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে এক সপ্তাহব্যাপী "রাশিয়ান স্পেস" শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।

এতে "রাশিয়ায় মহাকাশ কার্যক্রমের ইতিহাস" শিরোনামের আলোকচিত্র প্রদর্শনী হয়। যার মাধ্যমে দর্শনার্থীরা পুরো কর্মযজ্ঞের সঙ্গে সাথে পরিচিত হয়। পাশাপাশি কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। সমাপনী  দিনে একটি বিজ্ঞানভিত্তিক ও ব্যবহারিক সেমিনার অনুষ্ঠিত হয় যেখানে স্কুল ছাত্র-ছাত্রী এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কালাম আজাদ মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান অধ্যয়নের জন্য এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।

ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক পরামর্শ দিয়ে বলেন যে, এই ধরনের শিক্ষাগত সেমিনার বাঙালি যুবকদের তাদের ভবিষ্যতের পেশা বেছে নিতে এবং রাশিয়ায় উচ্চ শিক্ষার দিকে প্রথম পদক্ষেপ গ্রহণের সাহায্য করতে পারে।

#তমহ/বিবি/১৪-১০-২০২১

ক্যাটেগরী: শিল্পকলা

ট্যাগ: শিল্পকলা

শিল্পকলা ডেস্ক, বিবি বুধ, অক্টোবর ১৩, ২০২১ ৮:৫৪ অপরাহ্ন

Comments (Total 0)