টোকিও শহীদ মিনারে বিক্রমপুর স্টুডেন্টস ক্লাব

টোকিও শহীদ মিনারে বিক্রমপুর স্টুডেন্টস ক্লাব

করোনাভাইরাসের কারণে জাপানে জরুরি অবস্থা চলছে। এই কারণে পথেঘাটে জমায়েত বন্ধ। বড় কোনো অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা রয়েছে। তাই টোকিও শহীদ মিনারে এবার ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য ভিড় হচ্ছে না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে সীমিত পরিসরে।

একুশের প্রথম প্রহরেই টোকিওর শহীদ মিনারে টোকিও বিক্রমপুর স্টুডেন্টস ক্লাবের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। তারা দোয়া মাহফিলেরও আয়োজন করে। ক্লাবের অন্যতম সংগঠক সাখাওয়াত হোসাইন জানান, অমর একুশের ভাষা শহীদদের স্মরণে বড় অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে সবকিছু করা হয়।

#তমহ/বিবি/২১-০২-২০২১

ক্যাটেগরী: প্রবাস

ট্যাগ: প্রবাস

প্রবাস ডেস্ক, বিবি রবি, ফেব্রুয়ারী ২১, ২০২১ ১:১১ পূর্বাহ্ন

Comments (Total 0)