বাংলাদেশ ছাড়িয়ে যাবে ডেনমার্ক, সুইডেনকেও

বাংলাদেশ ছাড়িয়ে যাবে ডেনমার্ক, সুইডেনকেও

আগামী ২৫ বছরে বাংলাদেশ যেসব অর্থনীতিকে ছাড়িয়ে যাবে, তার মধ্যে আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ডেনমার্ক, হংকং, সংযুক্ত আরব আমিরাত, নরওয়ে, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেনসহ কয়েকটি উন্নত দেশ। যুক্তরাজ্যের অর্থনৈতিক গবেষণা সংস্থা সিইবিআর-এর প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয়েছে।

তাদের গবেষণামতে, অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী ১৫ বছরের মধ্যে ১৬ ধাপ এগিয়ে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। করোনাভাইরাসের মধ্যেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। সামনের বছরগুলোতেও বাংলাদেশে জোরালো প্রবৃদ্ধির আশা করছে সংস্থাটি। আর এসব তথ্যে উপাত্তের ওপর ভিত্তি করেই সিইবিআরের তথ্যমতে, ২০৩৫ সালে বাংলাদেশের অর্থনীতির আকার বেড়ে দাঁড়াবে ৮৫ হাজার ৫০০ কোটি ডলার।

বছর শেষে করোনামারির মধ্যেও আন্তর্জাতিক মহলে দেশের অর্থনীতি নিয়ে একের পর এক সুখবর আসছে। গেলো সপ্তাহেই ব্লুমবার্গের পরিসংখ্যানে উঠে এসেছে, করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের কথা। এবার আরেক আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যানে উঠে এসেছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সাফল্য। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ-সি/ই/বি/আর এর পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ বিশ্বের ২৫ বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। দেশের জিডিপির আকার বিবেচনায় এ তথ্য দেয় সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান দাঁড়াবে ৩৪। সিইবিআর বলছে, ১৯৩ দেশের মধ্যে এখন বাংলাদেশের অবস্থান ৪১তম এবং অর্থনীতির আকার ৩০ হাজার ১০০ কোটি ডলার। ২০৩৫ সালে এ আকার বেড়ে দাঁড়াবে ৮৫ হাজার ৫০০ কোটি ডলারে। সংস্থাটির অনুমান অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দেশের গড় জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ। যদিও, করোনার কারণে এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৮ শতাংশ।

এদিকে করোনার ক্ষতি মোকাবিলায় অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ভালো বলে মনে করছে সিইবিআর। সংস্থাটি আরও বলছে, ক্রয়ক্ষমতার সমতা অনুসারে মাথাপিছু জিডিপি ৫ হাজার ১৩৯ ডলারে উন্নীত হয়েছে, যা বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশে উত্তরণে সহায়তা করেছে।

সিইবিআরের প্রতিবেদনে আরো বলা হয়, কোভিড-নাইনটিন মহামারি শুরুর আগের বছরগুলোতে দেশে জিডিপির প্রবৃদ্ধি বেশ ভালো ছিল । মহামারির কারণে বিশ্বজুড়ে চাহিদা কমে যাওয়া আর সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার পরও অর্থনৈতিক সাফল্যে ধরে রাখা গেছে। অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ তা এড়াতে পেরেছে।

#তমহ/বিবি/২৮-১২-২০২০

ক্যাটেগরী: অর্থনীতি

ট্যাগ: অর্থনীতি

অর্থনীতি বিশ্লেষণ, বিবি সোম, ডিসেম্বর ২৮, ২০২০ ৯:৫৪ পূর্বাহ্ন

Comments (Total 0)