আয়কর মেলা শুরু...

আয়কর মেলা শুরু...

প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী আয়কর মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে আজ থেকে সারা দেশে  জাতীয় আয়কর মেলা শুরু। মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে আয়কর মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রাজধানীর মেলা হচ্ছে বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। এছাড়া সব জেলা শহর এবং ৫৬টি উপজেলায় মেলা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ৫৭টি গ্রোথ সেন্টারে এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।

মেলায় ব্যক্তিশ্রেণির করদাতারা হয়রানিমুক্তভাবে রিটার্ন জমা দিতে পারবেন। বিভাগীয় শহরে ৭ দিনব্যাপী, জেলা শহরে ৪ দিনব্যাপী, ৪৮ উপজেলায় দুই দিন ও আট উপজেলায় দিনব্যাপী করমেলা আয়োজন করেছে এনবিআর। এবার দেশের ১২০ স্থানে আয়কর মেলার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য উদ্বোধনী দিনেই রাজধানীর র‍্যাডিসন হোটেলে সেরা করদাতাদের সম্মাননা দেয়া হয়। যেখানে ১৪১ জন সেরা করদাতাকে ট্যাক্স কার্ড দেয়া হয়। একই দিন সারা দেশে মোট ৫১৮ জনকে সেরা করদাতার সম্মাননা দেয়া হয়।

’এছাড়া ৩০ নভেম্বর পালিত হবে জাতীয় আয়কর দিবস। এরপর আয়কর রিটার্ন জমা দেয়া যাবে না। তবে উপ কর-কমিশনারের কাছে সময় বৃদ্ধির আবেদন এবং জরিমানা দিয়ে রিটার্ন জমা দেয়া যাবে।

#এসএস/বিবি/১৪-১১-২০১৯

 

ক্যাটেগরী: জাতীয়

ট্যাগ: জাতীয় অর্থনীতি

জাতীয় ডেস্ক, বিবি বৃহঃ, নভেম্বর ১৪, ২০১৯ ১:১৮ পূর্বাহ্ন

Comments (Total 0)