ঋণ খেলাপিদের বিশেষ সুযোগ

ঋণ খেলাপিদের বিশেষ সুযোগ

বাংলাদেশ ব্যাংক দুই শতাংশ অর্থ আগাম পরিশোধসাপেক্ষে খেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিলের বিশেষ সুযোগ দিয়েছে। হাই কোর্ট জারি করা সার্কুলারকে বৈধ ঘোষণা করে তার মেয়াদ ৯০ দিন বাড়িয়ে দিয়েছে।

তবে এসব ঋণ খেলাপিদের নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ২০১২ সালের মাস্টার সার্কুলার অনুসরণ করতে বলা হয়েছে। ওই সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনে দেওয়া রুল নিষ্পত্তি করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এই রায় দেয়।

পাশাপাশি ঋণ অনুমোদন ও আদায়ের ক্ষেত্রে ব্যাংকগুলোর দুর্বলতা চিহ্নিত করে সম্ভাব্য সমাধানের বিষয়ে পরামর্শ দিতে নয় সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সরকারি-বেসরকারি ব্যাংকের শীর্ষ পাঁচ কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে তদারকি করতে বলা হয়েছে।
#এসএস/বিবি/০৩-১১-২০১৯

ক্যাটেগরী: অর্থনীতি

ট্যাগ: অর্থনীতি

অর্থনীতি ডেস্ক, বিবি রবি, নভেম্বর ৩, ২০১৯ ১২:০১ অপরাহ্ন

Comments (Total 0)