বিজিবির বিরুদ্ধে বিএসএফের মামলা

বিজিবির বিরুদ্ধে বিএসএফের মামলা

বাংলাদেশের জলসীমায় ঢুকে অবৈধভাবে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরাকে কেন্দ্র করে গুলি ছোড়ায়  বর্ডার সিকিউরিটি ফোর্সের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

‘গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানায় একটি পতাকা বৈঠকের সময় বিজিবির এক সেনার একে-47 রাইফেল থেকে ছোড়া গুলিতে বিএসএফের হেড কনস্টেবল বিজয় ভান সিং (৫১) নিহত এবং রজবির যাদব নামের আরেক জওয়ান আহত হন।’

এদিন সকাল নয়টার দিকে বিএসএফের একটি দল পদ্মা নদীতে বিজিবির সেনাদের এবং ভারতীয় জেলেদের মধ্যকার একটি ঝামেলা মেটাতে গেলে মুর্শিদাবাদ জেলায় ঘটনাটি ঘটে।’

বিজিবির বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি মুর্শিদাবাদের সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ মুকেশ কুমার জানিয়েছেন , ‘হ্যাঁ, আমরা বিএসএফের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। একটি মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন আছে।’

‘বিএসএফের কর্মকর্তারাও বিজিবির বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই বিষয়ে বিজিবির দাবি মিথ্যা উল্লেখ করে জানান, ভারতের পক্ষ থেকে একটি গুলিও ছোড়া হয়নি। বিজিবির দাবি, টহল দলটি আত্মরক্ষার জন্য গুলি ছোড়ে।’

ভারতের সীমান্ত প্রতিরক্ষা বাহিনীটির আরেক কর্মকর্তার বরাতে গণমাধ্যমটির প্রতিবেদনটিতে বলা হয়, ‘বিএসএফ ঘটনাটি তদন্তের নির্দেশ দিলেও আমরা নিয়ম অনুসারে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা প্রথমে গুলি ছুড়েছিলাম বলে বিজিবি করা অভিযোগটি সত্য নয়। আমরা একটি গুলিও ছুড়িনি।’

কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ‘বিএসএফের অনুমতি নিয়ে আন্তর্জাতিক সীমানার মধ্যে মাছ ধরা তিন ভারতীয় জেলেকে বিজিবির টহল দলটি আটক করার পর ঝামেলা হয়। বিজিবির দলটি পরে দুই জেলেকে ছেড়ে দিয়ে বিএসএফকে জানায় তৃতীয়জনকে আটকে রাখা হয়েছে।’

ভারতীয় গণমাধ্যমটির মতে, ‘এরপর ১১৭তম ব্যাটালিয়নের বিএসএফ পোস্ট কমান্ডার, একজন সাব-ইন্সপেক্টর একটি ছয় সদস্যের দল নিয়ে সমস্যাটির সমাধান করতে যান। কিছুক্ষণ পর সায়েদ নামের এক বিজিবি জওয়ান পেছন থেকে ভান সিংকে গুলি করেন।’


বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার দিল্লিতে জানান উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়, ‘ভারতীয় সৈন্যরা বিজিবির কাছ থেকে তৃতীয় জেলেকে জোর করে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেনি। তারা বিজিবির আহ্বানে বাংলাদেশের অভ্যন্তরে একটি পতাকা বৈঠক করতে গিয়েছিল।’

তার বরাত দিয়ে প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, ‘এই ঘটনার পর দুই পক্ষের কমান্ডিং কর্মকর্তাদের টেলিফোনিক কথোপকথনের সময়ও বিজিবি বলেনি যে বিএসএফের কর্মকর্তারা আইবি লঙ্ঘন করেছে বা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে।’

ভারতীয় গণমাধ্যমটি আরও জানায়, ‘বৃহস্পতিবারের ঘটনার পর ইন্দো-বাংলা সীমান্তের চার হাজার ৯৬ কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রনব মন্ডল নামের তৃতীয় জেলে এখনও বাংলাদেশের পুলিশি হেফাজতে আছেন।’


#এসএস/বিবি/১৯-১০২০১৯

ক্যাটেগরী: বিশ্ব

ট্যাগ: বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক, বিবি শনি, অক্টোবর ১৯, ২০১৯ ১১:৪৪ পূর্বাহ্ন

Comments (Total 0)