ভাগ হচ্ছে আলিবাবা!

ভাগ হচ্ছে আলিবাবা!

ছয়টি আলাদা আলাদা ইউনিটে ভাগ হয়ে যাচ্ছে চীনের ইন্টারনেট জায়ান্ট আলিবাবা গ্রুপ। শুধু তাই নয়, প্রত্যেকটি ইউনিটে নিয়োগ দেওয়া হবে একজন করে সিইও, পাশাপাশি থাকবে আলাদা বোর্ড অব ডিরেক্টরসও।

মাসের পর মাস বিদেশ ভ্রমণের পর সম্প্রতি দেশে ফিরেই কোম্পানিটির প্রতিষ্ঠাতা জ্যাক মা, আলিবাবায় এ পরিবর্তনের ঘোষণা দেন। প্রতিষ্ঠানটির ২৪ বছরের পথচলায় সবথেকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিবর্তন হতে যাচ্ছে এটি, বলছেন বিশ্লেষকরা। 

ক্লাউড ইন্টেলিজেন্স, তাওবাও টিমল কমার্স, লোকাল সার্ভিসেস, চাইনিয়াও স্মার্ট লজিস্টিকস, গ্লোবাল ডিজিটাল কমার্স এবং ডিজিটাল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট- এ ছয়টি ভাগে বিভক্ত করা হবে আলিবাবাকে। 

*চায়না রেডিও ইন্টারন্যাশনাল বাংলা থেকে সংগৃহীত।

https://bengali.cri.cn/2023/04/01/ARTISZzyMmLhoIuu0IFvVpeF230401.shtml?spm=C57502.PVol8jb4H2i2.ERQWxlpdfjCG.5

#তমহ/বিবি/১২এপ্রিল২০২৩

ক্যাটেগরী: বিশ্ব

ট্যাগ: বিশ্ব

বিশ্ব ডেস্ক, বিবি বুধ, এপ্রিল ১২, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ন

Comments (Total 0)