লেনদেন বেশি, রিটার্ন কম

লেনদেন বেশি, রিটার্ন কম

চলতি মাসের প্রথম তিন সপ্তাহের লেনদেন শেষ করেছে দেশের পুঁজিবাজার। এই তিন সপ্তাহে পুঁজিবাজারে প্রথম ও তৃতীয় সপ্তাহে উত্থান হয়েছে। আর দ্বিতীয় সপ্তাহে পতন হয়েছে। আলোচিত সপ্তাহগুলোতে লেনদেনের শীর্ষে ছিল বস্ত্র, বিবিধ, ওষুধ এবং প্রকৌশল খাত।

টানা তিন সপ্তাহে লেনদেনের শীর্ষে অবস্থান করলেও এই চারটি খাত থেকে বিনিয়োগকারীরা ভালো রিটার্ন পায়নি বলে জানান বাজার-সংশ্লিষ্টরা।

তারা মনে করছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থানের বিষয়ে দ্বিধায় রয়েছেন বিনিয়োগকারীরা। তারা দেশের অর্থনীতির ভবিষৎ নিয়ে দুশ্চিন্তা করছেন। যে কারণে অনেকে কম দামে শেয়ার বিক্রি করে দিচ্ছেন এবং যারা সব সময় কম দামে শেয়ার কেনার সুযোগে থাকেন তারা কিনে নিচ্ছেন।

এতে বাজারে শেয়ার বিক্রির চাপের থেকে কেনার চাপ বেশি হচ্ছে এবং সে কারণে সূচকের উত্থান লক্ষ্য করা যাচ্ছে ও লেনদেন বাড়ছে। কিন্তু এই ধরনের সূচকের উত্থান ও লেনদেন বাড়লেও শেয়ার কম দামে বিক্রি করায় এ থেকে তেমন ভালো রিটার্ন পাচ্ছেন না বিনিয়োগকারীরা।

#তমহ/বিবি/২০-০৮-২০২২

ক্যাটেগরী: শেয়ারবাজার

ট্যাগ: শেয়ারবাজার

শেয়ারবাজার ডেস্ক, বিবি শনি, আগষ্ট ২০, ২০২২ ৬:০২ পূর্বাহ্ন

Comments (Total 0)