সৈয়দ আবুল মকসুদকে নিয়ে সাংবাদিক রাজু আহমেদের বই

সৈয়দ আবুল মকসুদকে নিয়ে সাংবাদিক রাজু আহমেদের বই

সদ্যই প্রয়াত হয়েছেন সাহিত্যিক, সাংবাদিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। তাঁর অনবদ্য লেখনিতে পত্রিকার পাতায় তুলে ধরতেন দেশের সময়চিত্র। অন্যদিকে বইয়ের ভুবনে যেভাবে ইতিহাস ছেঁকে আনতেন, তা আসলে তুলনাহীন। তাই তাঁর চিরবিদায় বাংলাদেশের জন্য অপূরণীয় এক ক্ষতি।

সৈয়দ আবুল মকসুদকে যারা জানতে চান, তারা পড়তে পারেন সাংবাদিক রাজু আহমেদের বই 'একান্ত আলাপে সৈয়দ আবুল মকসুদ'। অমর একুশে গ্রন্থেমলায় এসেছে এই বই। এটি প্রকাশ করেছে পালক পাবলিশার্স।

প্রায় দেড়যুগ আগে সৈয়দ আবুল মকসুদের সাক্ষাৎকার নিয়েছিলেন রাজু আহমেদ। যেখান অকপটে জানিয়েছিলেন তাঁর জীবন-দর্শন, আর্থসামাজিক ও রাজনৈতিক ভাবনা। যার আবেদন আজো বর্তমান। প্রয়োজন হবে ভবিষ্যতেও। তাই সৈয়দ আবুল মকসুদের চিন্তার জগৎ সম্পর্কে স্পষ্ট হতে পাঠক হাতে তুলে নিতে পারেন 'একান্ত আলাপে সৈয়দ আবুল মকসুদ' বইটি।

#তমহ/বিবি/০৩-০৪-২০২১

ক্যাটেগরী: সাহিত্য

ট্যাগ: সাহিত্য

সাহিত্য ডেস্ক, বিবি শনি, এপ্রিল ৩, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ন

Comments (Total 0)