সিটি ব্যাংক হাবিপ্রবি সমঝোতা স্মারক

সিটি ব্যাংক হাবিপ্রবি সমঝোতা স্মারক

সিটি ব্যাংক এবং দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির অধীনে সিটি ব্যাংক তার করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণাগারে নতুন রিসার্চ ইউনিট তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় করে দেবে। নতুন এই রিসার্চ ইউনিটেরনাম‘প্ল্যান্ট এন্ড এনিম্যাল ডিজিস ডায়াগনস্টিক ইউনিট’।

এরফলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, ফিশারিজ অনুষদ, ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সেস অনুষদসহ অন্যান্য অনুষদের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ছাত্র শিক্ষক ও গবেষকগণ গবেষণা সুবিধা লাভ করবেন, যে গবেষণার মাধ্যমে ফসল, মাছ ও অন্যান্য প্রাণীর নতুন রোগ নির্ণয় করা সম্ভব হবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. এস এম হারুন উর রশিদ, সিটি ব্যাংকের দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুরর হমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#তমহ/বিবি/৫আগস্ট২০২৩


ক্যাম্পাস ডেস্ক, বিবি
Published at: শুক্র, আগষ্ট ৪, ২০২৩ ২:৪৩ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!