ডলার সংকট ঠেকানো যাবে তো?

ডলার সংকট ঠেকানো যাবে তো?

করোনার পর ইউক্রেন যুদ্ধ। বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা। এর ঢেউ আছে বাংলাদেশেও। টাকার বিপরীতে ডলারের দাম বেড়েই চলেছে। তাই আমদানি ব্যয় বাড়ছে। চ্যালেঞ্জ মূল্যস্ফীতির লাগাম টেনে রাখা।

ডলার সংকট ঠেকাতে আবারো কঠোর হয়েছে সরকার। এবার বিলাসী পণ্য আমদানিকারকদের ব্যাংক ঋণ সুবিধা বন্ধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ৪ জুলাই সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে বিলাসপণ্য আমদানির ক্ষেত্রে পুরো মূল্য ব্যাংকে জমা দিতে হবে। এসব পণ্য আমদানিতে ব্যাংক কোনো ধরনের ঋণ দিতে পারবে না। এখন থেকে বিলাসজাতীয় পণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে।

ফলে এখন থেকে দামি গাড়ি, প্রসাধনী, স্বর্নালংকার, তৈরি পোশাক, গৃহস্থালি বৈদ্যুতিক সামগ্রী বা হোম অ্যাপ্লায়েন্স, পানীয়সহ বেশকিছু পণ্য আমদানিকারকেরা ব্যাংক থেকে কোনো ধরনের ঋণ সুবিধা পাবেন না। করোনা এবং যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতায় দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা স্থিতিশীল রাখতে এ নির্দেশনা দেয়া হলো।

#তমহ/বিবি/০৬-০৭-২০২২

ক্যাটেগরী: ব্যাংক

ট্যাগ: ব্যবসা

ব্যাংক ডেস্ক, বিবি বুধ, জুলাই ৬, ২০২২ ২:৫৬ পূর্বাহ্ন

Comments (Total 0)