শেয়ারবাজার মানে...

শেয়ারবাজার মানে...

শেয়ারবাজার বা স্টক এক্সচেঞ্জ শব্দ দুটির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। ‘শেয়ারবাজার’ ব্রিটিশ অর্থনীতিতে আর ‘স্টক এক্সচেঞ্জ’ আমেরিকান অর্থনীতিতে প্রচলিত ধারণা। যে বাজারে তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি কোম্পানির শেয়ার ও ঋণপত্র ক্রয় - বিক্রয় হয় তাকে শেয়ারবাজার বা স্টক এক্সচেঞ্জ বলে।

অন্যভাবে বলা যায়, পুঁজি বা মূলধন বাজারের যে অংশে কোম্পানির শেয়ার বা ইক্যুইটির ক্রয়-বিক্রয় করা হয় তাকে শেয়ারবাজার বলে।

অধ্যাপক ড. হ্যারম্ভ এর মতে, স্টক এক্সচেঞ্জ হলো একটি সুসংগঠিত আর্থিক প্রতিষ্ঠান, যেখানে পাবলিক কোম্পানিসমূহের শেয়ার ও ঋণপত্র ক্রয় বিক্রয় হয়।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি লেনদেন হয়। এটি মূলত ঋণপত্রের মধ্যবর্তী রাজার হিসেবে কাজ করে। এখানে শেয়ারের মূল্য বৃদ্ধি পেলে বিনিয়োগকারী লাভবান হয়। আবার শেয়ারের মূল্য কমে গেলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়।

অতএব বলা যায়, যে সুসংগঠিত প্রতিষ্ঠানে শেয়ার, বন্ড ও অন্যান্য আর্থিক সম্পদ আনুষ্ঠানিকভাবে বেচাকেনা হয় তাকে শেয়ারবাজার বা স্টক এক্সচেঞ্জ বলে।

#তমহ/বিবি/১২এপ্রিল২০২৩

ক্যাটেগরী: শেয়ারবাজার

ট্যাগ: শেয়ারবাজার

শেয়ারবাজার ডেস্ক, বিবি বুধ, এপ্রিল ১২, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ন

Comments (Total 0)