মুক্তিপণ দিয়েছে বিমা প্রতিষ্ঠান

মুক্তিপণ দিয়েছে বিমা প্রতিষ্ঠান

মুক্তিপণের টাকা দিয়েই সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়েছে এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিক। তবে মুক্তিপণের টাকা দেশ থেকে কিভাবে যাবে কিংবা ডলার সংকট কিভাবে সমাধান হবে এসব বিষয় নিয়েও অনেকের প্রশ্ন ছিল।

গত ১৩ এপ্রিল দস্যুদের কাছ থেকে মুক্তির পর ১৪ এপ্রিল জাহাজ মালিক প্রতিষ্ঠান কেএসআরএম কর্তৃপক্ষের পক্ষ থেকেও মুক্তিপণের টাকা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে সবশেষ জানা গেছে, বিমা কোম্পানির পক্ষ থেকেই দেওয়া হয়েছিল মুক্তিপণের পুরো টাকা।
গত মঙ্গলবার কেএসআরএম এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার জাহান রাহাত সাংবাদিকদের বলেন, শতভাগ টাকা ইনস্যুরেন্স (বিমা) কোম্পানি থেকে নেওয়া হয়েছে।
#তমহ/বিবি/১৯মে২০২৪


বিমা ডেস্ক, বিবি
Published at: রবি, মে ১৯, ২০২৪ ২:২৫ অপরাহ্ন
Category: বিমা
Share with others:

Recent Posts

Recently published articles!