মূলধন গঠনে যমুনা ব্যাংক বন্ড ছাড়বে

মূলধন গঠনে যমুনা ব্যাংক বন্ড ছাড়বে

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেড বন্ড ছাড়বে। ২৯ সেপ্টেম্বর রোববারর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৪০০ কোটি টাকা সংগ্রহ করবে।

আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত নন-কনভার্টিবল পারপিচুয়াল বন্ড। অর্থাৎ এই বন্ডের সঙ্গে কুপন থাকবে যা নির্দিষ্ট মেয়াদের পর নগদায়ন করা যাবে। বন্ডটি শেয়ারে রূপান্তরযোগ্য নয় এবং এটি হবে বে-মেয়াদী।

বাংলাদেশ ব্যাংক ও বিএসইসরি অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।


#এসএস/বিবি/০১-১০-২০১৯

ক্যাটেগরী: শেয়ারবাজার

ট্যাগ: শেয়ারবাজার

শেয়ার বাজার ডেস্ক, বিবি মঙ্গল, অক্টোবর ১, ২০১৯ ১:৫০ পূর্বাহ্ন

Comments (Total 0)