কর্মীরা হবে টুইটার মালিক!

কর্মীরা হবে টুইটার মালিক!

টুইটার কর্মীরাই এর মালিকানা পেতে পারেন। কেননা শেয়ার কেনার সুযোগ পেতে যাচ্ছেন তারা। সম্প্রতি কর্মীদের কাছে টুইটারের শেয়ার বিক্রির প্রস্তাব দিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক।

অর্থাৎ টুইটারের কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমটির শেয়ার ক্রয় করতে পারবে। কিন্তু মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমটির সম্পদের মূল্য মাত্র ২ হাজার কোটি ডলার উল্লেখ করেছেন মাস্ক। মার্চের শেষদিকে এসে (শনিবার, ২৫ মার্চ) টুইটার কর্মীদের এ তথ্য উল্লেখ করে একটি ইমেইল করেন মাস্ক। 

মাস্ক টুইটার ক্রয় করেন ৪ হাজার ৪০০ কোটি (৪৪ বিলিয়ন) ডলারে কিন্তু  বর্তমানে টুইটারের সম্পদমূল্য কেনা দামের অর্ধেক বা ৫০ শতাংশেরও কম। তবে কি টুইটারের সম্পদের মূল্য কমার দিকেই ইঙ্গিত করছে তিনি।

এ বিষয়ে জানতে টুইটারে একটি ইমেইল পাঠায় রয়টার্স। কিন্তু টুইটার কর্তৃপক্ষ সেই মেইলের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। 

ইলন মাস্ক টুইটার কেনার পর অনেক বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান এ সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তাদের অর্থ ব্যয় বা বিজ্ঞাপন দেওয়া কমিয়ে দেয়। 

তবে গত বছর ডিসেম্বরে ইলন মাস্ক আশা করেন, ২০২৩ সালে টুইটার আবার মোটামুটি আয়-ব্যয়ের সাম্যের ধারায় ফিরবে।

#তমহ/বিবি/০৮এপ্রিল২০২৩

ক্যাটেগরী: প্রযুক্তি

ট্যাগ: প্রযুক্তি

প্রযুক্তি ডেস্ক, বিবি শুক্র, এপ্রিল ৭, ২০২৩ ৩:০৪ অপরাহ্ন

Comments (Total 0)