ঢাকা কুয়েত ফ্লাইট চালু

ঢাকা কুয়েত ফ্লাইট চালু

মহামারি করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর ঢাকা কুয়েতের সরাসরি ফ্লাইট চালু হয়েছে। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ফ্লাইট চালু হয়।

বিমানবন্দর হেল্প ডেস্ক সূত্রে জানা গেছে, সিডিউল অনুসারে ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৩টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশ্য প্রথম ফ্লাইট ছেড়ে যায়। এর আগে গতকাল বুধবার কুয়েত এয়ারওয়েজের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে সপ্তাহে ৫ দিন ঢাকা কুয়েত ফ্লাইট পরিচালনা করা হবে।

এদিকে, করোনার কারণে কুয়েত এয়ারওয়েজের এসব ফ্লাইটে যাত্রীদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। সরাসরি ফ্লাইট প্রতি ব্যয় হচ্ছে লাখ টাকার বেশি।

করোনার কারণে গত বছরের মে থেকে কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচটি দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল।

সম্প্রতি অন্যান্য দেশের সঙ্গে দেশটির বিমান যোগাযোগ শুরু করা হয়। কিন্তু স্বাস্থ্যবিধি নির্দেশনা এবং বিমানবন্দরের যাত্রী ওঠা নামার ধারণ ক্ষমতা সীমিত থাকায় ওই পাঁচ দেশের সঙ্গে বিমান চলাচল পিছিয়ে দেয়া হয়েছিলো।

#তমহ/বিবি/০৯ ০৯ ২০২১


প্রবাস ডেস্ক, বিবি
Published at: বুধ, সেপ্টেম্বর ৮, ২০২১ ৯:৪৫ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!