কক্সবাজারে ইহামার বাইক রেন্টাল সেবা

কক্সবাজারে ইহামার বাইক রেন্টাল সেবা

পৃথিবীর বৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের ভ্রমণের আনন্দকে আরো বাড়িয়ে দিতে যাত্রা শুরু করলো রেন্টাল বাইক সার্ভিস। যেখানে কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরা প্রতিঘণ্টা হিসেবে ভাড়া পরিশোধ করে ইয়ামাহার স্ট্রিট র‌্যালি মডেলের স্কুটার চালাতে পারবেন। বাংলা ট্যুরস নামক একটি ট্যুরিস্ট এজেন্সি এই বাইক রেন্টাল সার্ভিসের তত্ত্বাবধায়নে থাকবে।

একই সাথে উদ্বোধন হলো ইয়ামাহা রাইডারস ক্লাব ট্যুরিস্ট টাচ্ পয়েন্টের। যেখানে শুধুমাত্র ইয়ামাহা বাইক ব্যবহারকারীরা কক্সবাজারের বিভিন্ন হোটেল ও ট্যুর প্যাকেজে আকর্ষণীয় ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এটির তত্ত্বাবধায়নেও থাকছে বাংলা ট্যুরস।

উদ্বোধনী দিনে ইয়ামাহা রাইডারস্ ক্লাবের সদস্যরা কক্সবাজার সমদ্র্র সৈকতে বিচ ক্লিনিং কার্যক্রমে অংশগ্রহণ করেন। এখানে তারা এসিআই মোটরস্ কর্তৃক সরবারাহকৃত অত্যাধুনিক বিচ ক্লিনিং মেশিনের সাহায্যে বিচ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, জেনারেল ম্যানেজার জাকির হোসেন, ইয়ামাহা রাইডারস্ ক্লাবের সদস্য ও এসিআই মোটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসিআই মোটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই এর একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এসিআই মোটরস্ এর ৫৫টিরও বেশি ইয়ামাহা ৩এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট রয়েছে।

#এসএস/বিবি/২৫-১২-২০১৯

 

ক্যাটেগরী: প্রযুক্তি

ট্যাগ: প্রযুক্তি পর্যটন

প্রযুক্তি ডেস্ক, বিবি বুধ, ডিসেম্বর ২৫, ২০১৯ ১১:০৩ পূর্বাহ্ন

Comments (Total 0)