৮৮ কোটি ডলার অনুমোদন

৮৮ কোটি ডলার অনুমোদন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বৃহস্পতিবার বলেছে, গত বছর অনুমোদিত ১৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের তৃতীয় ধাপে তারা ইউক্রেনের জন্য ৮৮ কোটি ডলার ছাড় করতে যাচ্ছে। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভ লড়াই চালিয়ে যাওয়ায় সংস্থাটি এই অর্থ দিতে যাচ্ছে।
খবর এএফপি’র।
রাশিয়ার বাহিনী সীমান্ত অতিক্রমের দিন থেকে প্রায় দুই বছর পর ঘোষিত এই সহায়তা অবশ্যই এখন আইএমএফের নির্বাহী বোর্ডের মাধ্যমে অনুমোদিত হতে হবে।
সম্প্রতি ওয়ারশ’তে ইউক্রেনের কর্মকর্তাদের সাথে আইএমএফ দলের প্রধান গ্যাভিন গ্রে সাক্ষাত করেন। এই সময় তিনি বলেন, ‘যুদ্ধের চ্যালেঞ্জ সত্ত্বেও এই সহায়তা কর্মসূচির আওতায় কর্মক্ষমতা শক্তিশালী হয়েছে।’
এক বছর আগে চার বছরের জন্য এই সহায়তা প্যাকেজের অনুমোদন দেওয়া হয়। দলটি এ সহায়তা প্যাকেজের বিভিন্ন লক্ষ্য মূল্যায়ন করে।
আইএমএফ দল বলেছে, যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে ইউক্রেনের জন্য ৪৮৬ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

#তমহ/বিবি/২৩ ০২ ২০২৪


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: শুক্র, ফেব্রুয়ারী ২৩, ২০২৪ ৮:৫৬ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!