ভবন থেকে পড়ল রাশি রাশি টাকা

ভবন থেকে পড়ল রাশি রাশি টাকা

একটি বহুতল ভবন থেকে রাশি রাশি টাকার বান্ডিল নিচে ফেলে দেওয়া হয়েছে। আর এটি ঘটেছে কলকাতা শহরে। একটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের দপ্তরে কর গোয়েন্দাদের হানার পর ওই ভবন থেকে টাকা নিচে ফেলে দেওয়া হয় ।

২০ নভেম্বর বিকালে নগরীর কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা বেন্টিঙ্ক স্ট্রিটে এ ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।  ওই সময় ভবনটির ষষ্ঠ তলায় ওই দপ্তরটিতে তল্লাশি চালাচ্ছিল ভারতের ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের (ডিআরআই) কর্মকর্তারা, জানিয়েছে এনডিটিভি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ওই ভবনের সীমানার মধ্যেই টাকার বান্ডিলগুলো পড়তে থাকে। তা দেখে ওই ভবনের নিরাপত্তা রক্ষীরা মেইন গেইট বন্ধ করে দিয়ে টাকার বান্ডিল কুড়ানো শুরু করেন।

এ সময় গেইটের অপরপাশে রাস্তায় ভিড় জমে যায়। ভিতরে ঢুকতে না পেরে ভিড়ে থাকা লোকজন মোবাইলে এ দৃশ্যের ছবি তুলে ও ভিডিও করতে থাকে। পর থেকে ফেলা বান্ডিলগুলোতে কড়কড়ে দুই হাজার, ৫০০ ও ১০০ রুপির নোট ছিল বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

#এসএস/বিবি/২১-১১-২০১৯

ক্যাটেগরী: বিশ্ব

ট্যাগ: বিশ্ব

বিশ্ব ডেস্ক, বিবি বৃহঃ, নভেম্বর ২১, ২০১৯ ১০:৫৪ পূর্বাহ্ন

Comments (Total 0)