’বাজেট বাস্তবায়নে কখনো ব্যর্থ হইনি‘

’বাজেট বাস্তবায়নে কখনো ব্যর্থ হইনি‘

এবারের বাজেট ধনী-গরিব সবার জন্য উপহার বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের খুঁটিনাটি বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এবারের পুরাে বাজেট ধনী-গরিব সবার জন্য উপহার। মধ্য আয়ের মানুষ অনেক বেশি। কিন্তু তারা কেউই কর দেয় না। এরা কর দিলে অন্যদের ওপর চাপ কমত। আইএমএফ এর শর্ত আছে৷ সবার কাছে কর নিতে হবে।

তিনি বলেন, বাজেট বাস্তবায়নে আমরা কখনো ব্যর্থ হইনি। এবারও আশা করছি ভালো করবে। সাধারণ মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে।

আইএমএফের ঋণের শর্ত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ শুধু ঋণ দিয়ে নয়, পরামর্শ দিয়েও সহযোগিতা করে। এটা অর্থনীতির জন্য ভালো। তাদের পরামর্শ মতো আমরা বাজেট করিনি। আইএমএফের পরামর্শের ভালোটা আমরা গ্রহণ করবো।

আ হ ম মুস্তফা কামাল বলেন, দুই হাজার টাকা ন্যূনতম কর, টিআইএনধারীদের জন্য বোঝা নয়।

তিনি জানান, বর্তমান সরকারের সময়ে রাজস্ব আদায় ৫৯ হাজার কোটি টাকা থেকে তিন লাখ কোটিতে পৌঁছেছে। আগামীতেও রাজস্ব আদায় বাড়বে।

কর্মসংস্থান বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ পর্যন্ত যেসব কমিটমেন্ট আমি দিয়েছি, সবগুলো পূরণ করেছি। আমি বলেছি দুই কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবো, কিন্তু আমরা দুই কোটি ৪৫ লাখ মানুষের চাকরির ব্যবস্থা করেছি। দেশের জনসংখ্যা বাড়ছে, চাকরিপ্রার্থীও বেড়েছে। তবে এখন কর্মসংস্থানও বেড়েছে।

#তমহ/বিবি/০৩জুন২০২৩

ক্যাটেগরী: অর্থনীতি

ট্যাগ: অর্থনীতি

অর্থনীতি ডেস্ক, বিবি শুক্র, জুন ২, ২০২৩ ১০:১৭ অপরাহ্ন

Comments (Total 0)