পরীমণির আইডি উধাও!

ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী পরীমণির ফেসবুক আইডি রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ২২ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটেছে। পরীমণি আইডিতে প্রবেশ করতে গেলেই ডিজঅ্যাবল দেখাচ্ছে।
সামজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সবসময়ই সক্রিয় ছিলেন পরীমণি। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা খুঁটিনাটি নিয়মিতভাবে আপডেট দেন তিনি। তার ভক্ত ও অনুসারীর সংখ্যাও ছিল ব্যাপক।
বিভিন্ন গণমাধ্যমকেও পরীমণি তার ফেসবুক আইডি ডিজঅ্যাবল হয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে তিনি জানান, রোববার রাত থেকে আমি ফেসবুকে ঢুকতে পারছি না। কে বা কারা এ কাজটি করেছে আমি জানি না। আমার ফেসবুকে বন্ধু ও ভক্ত অনুসারীদের মধ্যেও এটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই মনে করছেন আমি হয়তো তাদের আনফ্রেন্ড করেছি। এছাড়া আমার আইডি থেকে কোনো মেসেজ আসলে তাতে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
#এসএস/বিবি/২৩ ০৯ ২০১৯
Share with others:

Recent Posts
Recently published articles!
-
ক্যাম্পাস ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি