নিজে থেকে কোনো ট্রেড করিনি: সাকিব

নিজে থেকে কোনো ট্রেড করিনি: সাকিব

শেয়ার কারসাজি নিয়ে সাকিব আল হাসান বলেছেন, আমার লাইফে আমি নিজে থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি এটা বলে আমি ট্রেডিংয়ে কথা বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হবো।

কানপুরে দ্বিতীয় টেস্টের ঠিক আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাকিবের সংবাদ সম্মেলেন উঠে শেয়ারবাজার কারসাজি আর হত্যা মামলার কথাও।

সাকিব বলেন, আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে, তাই স্বাভাবিকভাবেই আমার ভুল করা বা যেসব শব্দ ব্যবহার করা হয়েছে সেসবও কতটা যথার্থ, তা (চিন্তা করা) আমার জন্য দুঃখজনক।’
এতসব চাপের পর খেলা চালিয়ে যাওয়া বেশ কঠিন বলেই জানালেন সাকিব। সাংবাদিকদের প্রশ্নের পর অবশ্য খানিকটা প্রশ্ন তুলেছেন সেসব মামলার প্রাসঙ্গিকতা নিয়ে, ‘একটা কেইস (হত্যা মামলা) হয়েছে, সবারই রাইটস (অধিকার) আছে। বাট আপনারা সবাই জানেন এটা কেমন ধরণের কেইস ছিল। আমি ওই সময় কোথায় ছিলাম। আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম। সো এই বিষয়টা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাকিব ছিলেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। তবে আদাবরে গার্মেন্টসকর্মী হত্যা মামলার আসামি করা হয়। এরপরে অবশ্য নিজ থেকেই কথা বলেছেন শেয়ারবাজার কারসাজি নিয়ে। যেখানে তাকে ৫০ লাখ টাকার জরিমানা করা হয়েছে।

সেই প্রসঙ্গে সাকিবের বক্তব্য, ‘ এই সবগুলোয় এখন যেকেউ যার যার মতো করতেই পারে। তবে বিষয়গুলো যদি একটু সুন্দরভাবে করতো, আমার জন্য হয়ত ভালো হতো। আমার জন্য মেন্টালি সহজ হতো।’
#তমহ/বিবি/২৮সেপ্টেম্বর২০২৪


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: শনি, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ২:০৬ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!