বৃদ্ধি ৫৬০ কোটি ৩০ লাখ টাকা

বৃদ্ধি ৫৬০ কোটি ৩০ লাখ টাকা

গত এক বছরে বিমাখাতে প্রবৃদ্ধি হয়েছে। বেসরকারি বিমা প্রতিষ্ঠানগুলোর প্রিমিয়াম আয় বেড়েছে ৫৬০ কোটি ৩০ লাখ টাকা। সবটা মিলে ২০১৯ সালে আয় ৯ হাজার ৪৬ কোটি টাকা। ২০১৮ সালে ছিল ৮ হাজার ৪৮৫ কোটি ৭০ লাখ টাকা।
২১ ডিসেম্বর সোমবার বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) থেকে এসব তথ্য জানানো হয়। ভার্চুয়াল এ অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিআইএর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। আরো ছিলেন বিভিন্ন বিমা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা।
উপস্থাপিত তথ্যমতে, বেসরকারি জীবন বিমা খাতের লাইফ ফান্ড বেড়েছে। ২০১৯ সালে ফান্ড দাঁড়িয়েছে ৩১ হাজার ৮৩৮ কোটি ৬০ লাখ টাকা। ২০১৮ সালে এর পরিমাণ ছিলো ৩০ হাজার ১৪৩ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া ২০১৯ সালে বেসরকারি জীবন বিমা খাতের বিনিয়োগ দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৬০ কোটি ২০ লাখ টাকা, ২০১৮ সালে ছিলো ২৫ হাজার ৯৮৪ কোটি ৭০ লাখ টাকা।
অন্যদিকে ২০১৯ সালে বেসরকারি খাতে জীবন বিমা প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৩৮ হাজার ৮৪৩ কোটি ৭০ লাখ টাকা, যা ২০১৮ সালে ছিলো ৩৬ হাজার ৩৯৪ কোটি ২০ লাখ টাকা।
সভা থেকে আরো জানা যায়, দেশে নন লাইফ বিমাখাতে প্রিমিয়াম আয় বেড়েছে ১২ দশমিক ৪১ শতাংশ। ২০১৯ সালে মোট প্রিমিয়াম আয় হয়েছে ৩ হাজার ৪১১ কোটি ৪০ লাখ টাকা, যা ২০১৮ সালে ছিলো ৩ হাজার ৩৪ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া ২০১৯ সালে মোট সম্পদ দাঁড়িয়েছে ৮ হাজার ৫৪৫ কোটি ৪০ লাখ টাকা, যা ২০১৮ সালে ছিল ৭ হাজার ৯৭৭ কোটি ৪০ লাখ টাকা। আর বিনিয়োগ দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৯ কোটি টাকা, যা ২০১৮ সালে ছিল ৩ হাজার ৮০৩ কোটি ৬০ লাখ টাকা।
#তমহ/বিবি/২২ ১২ ২০২০


বিমা ডেস্ক, বিবি
Published at: সোম, ডিসেম্বর ২১, ২০২০ ১০:৪৪ পূর্বাহ্ন
Category: বিমা
Share with others:
ad

Recent Posts

Recently published articles!