মিস বাংলাদেশের প্রধান নির্বাচক সুস্মিতা সেন

মিস বাংলাদেশের প্রধান নির্বাচক সুস্মিতা সেন

প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স’ এ প্রতিযোগিতা করতে যাচ্ছে বাংলাদেশ। আর এই আয়োজনের গ্র্যান্ড ফিনালেতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন বলিউডের অভিনেত্রী ও সাবেক ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন।
প্রতিযোগিতায় অংশ নিতে প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন করেছে বাংলাদেশের আয়োজকরা। প্রথমবারের মতো মিস ইউনিভার্স এ বাংলাদেশে প্রতিনিধি পাঠানোর বিষয়টি জানাতেই সম্প্রতি হোটেল সোনারগাঁওয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ‘মিস ইউনিভার্স’ এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক জানান, আসছে ডিসেম্বরে কোরিয়ায় বসতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স’ এর ৬৮তম আসর। আর এখানে প্রথমবারের মতো প্রতিনিধি পাঠাতে প্রস্তুত বাংলাদেশ।
প্রস্তুতির বিষয়ে এই আয়োজক জানান, ইতোমধ্যে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এর রেজিস্ট্রেশন শেষ হয়েছে ১৪ সেপ্টেম্বর। ১৮ থেকে ২৮ বয়সী অবিবাহিত নারীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছে।
অনুষ্ঠানে জানানো হয়, ‘মিস ইউনিভার্স’ এর বিচারক হিসেবে থাকবেন বিপাশা হায়াত, পালস হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, মাহিন খান ও ফ্যাশন ডিজাইনার তুতলী রহমান।
প্রতিযোগিতার শীর্ষ দশ সুন্দরীকে নিয়ে ২৩ অক্টোবর ঢাকায় হবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এর গ্র্যান্ড ফিনালে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এর শেষ বিচারে বিচারক থাকবেন বলিউড অভিনেত্রী ও সাবেক ‘মিস ইউনিভার্স’ খ্যাত তারকা সুস্মিতা সেন। তিনিই বিজয়ীকে মুকুট পরিয়ে দিবেন।
এসএস/২০ ০৯ ২০১৯/বিবি


বিনোদন ডেস্ক, বিবি
Published at: শুক্র, সেপ্টেম্বর ২০, ২০১৯ ২:৩০ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!