আয়কর ৫ হাজার ৯০১ কোটি টাকার বেশি

আয়কর ৫ হাজার ৯০১ কোটি টাকার বেশি

২০২২ ২৩ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারধারীর (টিআইএন) সংখ্যা ৯৯ লাখ ৬৯ হাজার। গত ৩১ জানুয়ারি পর্যন্ত এর মধ্যে আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৬ লাখ ৬২ হাজার ৮১টি।

বিপরীতে আয়কর জমা পড়েছে ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা।

২০২১ ২২ অর্থবছরে রিটার্ন দাখিল হয়েছিল ৩০ লাখ ২৮ হাজার ৬৬১টি। বিপরীতে আয়কর আদায় হয়েছিল ৪ হাজার ৮৯৮ কোটি টাকা। এ হিসাবে আগের অর্থবছরের চেয়ে এই (২০২২ ২৩) অর্থবছরে আয়কর রিটার্ন বেড়েছে প্রায় ২১ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্রের তথ্য অনুসারে, আয়কর রিটার্ন আগের বছরের চেয়ে বাড়লেও টিআইএনধারীর বড় অংশ রিটার্ন জমা দেয়নি। আয়কর রিটার্ন না দেওয়ার সংখ্যা ৬৩ লাখ ৬ হাজার ৯১৯। অর্থাৎ দুই তৃতীয়াংশ টিআইএনধারী আয়কর রিটার্ন জমা দেয়নি।

#তমহ/বিবি/০৩ফেব্রুয়ারি২০২৪


অর্থনীতি ডেস্ক, বিবি
Published at: শনি, ফেব্রুয়ারী ৩, ২০২৪ ৯:২২ পূর্বাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!