ইউক্রেনের জন্য ১৫,৬০ কোটি ডলার

ইউক্রেনের জন্য ১৫,৬০ কোটি ডলার

ইউক্রেনকে ১ হাজার ৫৬০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই নিয়ে এরই মধ্যে চুক্তি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিবিসি জানিয়েছে, আগামী সপ্তাহে এ ঋণ অনুমোদিত হতে পারে।

ঋণটি অনুমোদন হলে এটা হবে যুদ্ধরত কোনো দেশে আইএমএফের প্রথম ঋণ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউক্রেনের জন্য সবচেয়ে বড় সহায়তা। সম্প্রতি ভবিষ্যৎ অনিশ্চয়তায় থাকা দেশগুলোর জন্য ঋণের নিয়ম পরিবর্তন করেছে আইএমএফ।

সংস্থাটি জানায়, চার বছরে কিস্তিতে দেওয়া হবে এ অর্থ। যা বিধ্বস্ত অবকাঠামোগত মেরামত ও অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কাজে লাগানো হবে।

#তমহ/বিবি/২৩মার্চ২০২৩


বিশ্ব ডেস্ক, বিবি
Published at: বুধ, মার্চ ২২, ২০২৩ ১২:১৬ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!