কুড়িগ্রামে আবারো বন্যা, পানিবন্দী ৫০ হাজার মানুষ

কুড়িগ্রামে আবারো বন্যা, পানিবন্দী ৫০ হাজার মানুষ

টানা কয়েক দিনের ভারি বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা ও তিস্তাসহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ধরলা নদীর পানি শুক্রবার দুপুরে বিপদ সীমার ৪৬ সে.মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ও ব্রহ্মপুত্রের পানিও বিপদ সীমার কাছাকাছি রয়েছে।

দ্রুতগতিতে পানি বাড়ায় ৫ম দফা বন্যার ২য় দিনে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ও উলিপুর উপজলার শতাধিক চর নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ। ডুবে গেছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। নৌকা ও কলাগাছের ভেলাই যোগাযোগের মাধ্যম বানভাসিদের। প্রায় ৫ হাজার হেক্টরের বেশি আমন ও সবজি ক্ষেত নিমজ্জিত হয়েছে।

ঘরবাড়িতে পানি ওঠায় অনেকেই পরিবার ও গবাদি পশু নিয়ে বাঁধ ও উঁচু রাস্তায় আশ্রয় নিতে শুরু করেছেন। বন্যাকবলিতদের মাঝে দেখা দিয়েছে শুকনা খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। ধরলা অববাহিকার কয়েকটি গ্রামে প্রবল স্রোতে ভেসে গেছে শতাধিক ঘর বাড়ি। পানি বাড়ার ফল বিভিন্ন এলাকায় নদ নদীর ভাঙন তীব্র রূপ ধারণ করেছে। ভাঙনের কবলে পড়েছে বসতভিটা, রাস্তা ও বাঁধ।

#এসকেএস/বিবি/২৫ ০৯ ২০২০


দেশজুড়ে ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, সেপ্টেম্বর ২৪, ২০২০ ৭:০৮ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!