মার্কিন বাজার চাঙা হবে?

মার্কিন বাজার চাঙা হবে?

ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনার পরে বিনিয়োগকারীদের মধ্যে চাঙ্গাভাব বিরাজ করছে। বিনিয়োগকারীরা মনে করছেন, আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে তাঁর জয়ের বিষয়ে বাজি ধরার মানুষ আরও বাড়বে। এমন পরিস্থিতির মধ্যে আগামী সপ্তাহগুলোতে বাজার আরও চাঙা হতে পারে বলে মনে করছেন সিঙ্গাপুরের বিনিয়োগ প্রতিষ্ঠান ইস্টস্প্রিং ইনভেস্টমেন্টসের পোর্টফোলিও ম্যানেজার রং রেন গোহ।

শনিবার (১৩ জুলাই) পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় ট্রাম্পের ওপর গুলি চালানো হলে গুলি তাঁর কানে লাগে।
এই ঘটনার আগেই ট্রাম্পের জয়ের সম্ভাবনায় ডলারের দাম বেড়েছিল। এদিকে ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারেন, এমন সম্ভাবনায় মার্কিন ট্রেজারি বন্ডের সুদ বাড়ছে।

অপরদিকে শেয়ারের দামও বাড়ছে। শুক্রবারে এসঅ্যান্ডপি ৫০০ এবং ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ শেয়ার সূচক নতুন রেকর্ড করেছে। এর মধ্যে এসঅ্যান্ডপি ৫০০ চলতি বছরে ১৮ শতাংশ বেড়েছে।

নিক ফেরেস বলেন, ‘ট্রাম্প সব সময়ই বাজারপন্থী মানুষ। মূল বিষয় হবে এটা দেখা যে রাজস্ব নীতি দায়িত্বজ্ঞানহীনভাবে শিথিল থাকবে কি না। সেটা হলে আবার মূল্যস্ফীতি হবে এবং তাতে সুদের হার বেড়ে যাবে।’

#তমহ/বিবি/১৫জুলাই২০২৪


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: সোম, জুলাই ১৫, ২০২৪ ১:০৭ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!