স্যামস্যাংয়ের উত্তরসূরির ৩০ মাস কারাদণ্ড

স্যামস্যাংয়ের উত্তরসূরির ৩০ মাস কারাদণ্ড

দূর্নীতি প্রমানিত হওয়ায় বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামস্যাং ইলেক্ট্রনিকসের উত্তরাধিকারি লি জে ইয়ংকে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার উচ্চ আদালত। ১৮ জানুয়ারি সোমবার সিউলের হাইকোর্ট এ রায় দেয়।

স্যামসাং ইলেকট্রনিকসের ওপর নিজের নিয়ন্ত্রণ জোরদার করতে দক্ষিণ কোরিয়ার অভিসংশিত সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইকে ঘুষ দেয়ার প্রমাণসহ তহবিল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে লির বিরুদ্ধে। পাশাপাশি রাজনৈতিক সমর্থন পাওয়ার আশায় সাবেক প্রসিডেন্ট পার্কের সহযোগীর অলাভজনক সংস্থায় বড় অংকের অনুদানের সত্যতা প্রমাণ হওয়ায় ২০১৭ সাল থেকে এক বছর জেলে ছিলেন লি জে ইয়ং। এছাড়াও বিদেশে সম্পত্তির তথ্য লুকানোরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। এবারের রায়ের ফলে অনিশ্চয়তায় পড়লো স্যামস্যাং গ্রুপে লিয়ের ভবিষ্যৎ ভূমিকা। আপাতত স্যামসাং ইলেক্ট্রনিকসে কোন ধরণের সিদ্ধান্ত লি জে নিতে পারবেন না। এতে নেতৃত্বের অভাবে কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে, লিয়ের রায়ের পরই স্যামস্যাং ইলেক্ট্রনিকসের শেয়ারর দাম কমে যায় ৪ শতাংশ পর্যন্ত।

#তমহ/বিবি/১৮ ০১ ২০২১


প্রযুক্তি ডেস্ক, বিবি
Published at: রবি, জানুয়ারী ১৭, ২০২১ ৮:৪৩ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!