বিজয় দিবসে ইউনিটি আইডিয়ালে উৎসব

বিজয় দিবসে ইউনিটি আইডিয়ালে উৎসব

বিজয়ের ৫০ বছর উদযাপিত হয়েছে রাজধানীর মগবাজারের ইউনিটি আইডিয়াল স্কুলে। এতে শিশুরা অংশ নেয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায়।

বিজয়ের দিনে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মেতে উঠে পিঠা উৎসবে।

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার।

স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কেটে বিজয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি।

আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নেবে এই প্রত্যাশার কথা জানান ওয়ার্ড কাউন্সিলর।

অনুষ্ঠানে আরো ছিলেন ইউনিটি আইডিয়াল স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি কামরুন্নেসা মিতা ও প্রধান শিক্ষক লায়লা নূর।

বিজয় উৎসব সমন্বয়ে ছিলেন ইউনুছ আলী আলাল ও মোস্তাফিজুর রহমান খসরু।

#তমহ/বিবি/১৬ ১২ ২০২১


ক্যাম্পাস ডেস্ক, বিবি
Published at: বুধ, ডিসেম্বর ১৫, ২০২১ ৮:৪৯ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!