নির্বাচন কমিশনার হলেন ইলিয়াস কাঞ্চন

নির্বাচন কমিশনার হলেন ইলিয়াস কাঞ্চন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির দ্বি বার্ষিক নির্বাচন। এতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে আরো দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন ও বিএইচ নিশান।

নির্বাচনের আপিল বোর্ডের দায়িত্বে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান, প্রযোজক শামসুল আলম ও রশিদুল আমীন হলি।

এবার মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের বিপরীতে মৌসুমীর প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবেন। মৌসুমীর প্যানেলে রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমার থাকার কথা শোনা যাচ্ছে।

২০১৮ ১৯ সালের নির্বাচিত কমিটি মেয়াদ চলতি বছরের ২৪ মে শেষ হয়েছে। দুই বছরের সমিতির কাজের হিসাব নিকাশের প্রতিবেদন ও তফসিল ঘোষণা করা হবে ৪ অক্টোবর।

#এসএস/বিবি/২৪ ০৯ ২০১৯


বিনোদন ডেস্ক, বিবি
Published at: সোম, সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১১:৫৯ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!