ক্রেডিট কার্ডে খরচ বৃদ্ধি?

ক্রেডিট কার্ডে খরচ বৃদ্ধি?

চলতি বছরে জুনের তুলনায় জুলাইয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের অভ্যন্তরে প্রায় ৩ শতাংশ খরচ কমেছে। তবে একই সময়ে বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ৩২ শতাংশ বেশি ডলার খরচ করেছেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খাতসংশ্লিষ্টরা বলেছেন, দেশে নগদ ডলারের সংকট রয়েছে। খোলাবাজারে নগদ ডলারের দরও বেশি। তাই বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থী, রোগী ও পর্যটকরা কার্ড ব্যবহার বাড়িয়েছেন। এছাড়া বিনিময় হারেও কিছুটা সুবিধা পাওয়া যায়। সে জন্য দেশের বাইরে আগের তুলনায় ক্রেডিট কার্ডে ডলার খরচ বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের মাধ্যমে ২ হাজার ৩৪১ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের মাস জুনে এর পরিমাণ ছিল ২ হাজার ৪১৩ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশের ভেতর লেনদেন কমেছে ৭২ কোটি টাকা বা ২ দশমিক ৯৬ শতাংশ।

অন্যদিকে জুলাইয়ে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ডলার খরচ বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে খরচ হয় ৫১১ কোটি টাকা, যা আগের মাসে ছিল ৩৮৮ কোটি টাকা। এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে ডলার খরচ বেড়েছে ১২৩ কোটি টাকা বা ৩১ দশমিক ৮১ শতাংশ।

#তমহ/বিবি/১৫ ০৯ ২০২৩


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৩:৪২ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!