থাকছে শৈত্যপ্রবাহ...

থাকছে শৈত্যপ্রবাহ...

দেশের বিভিন্ন জেলায় আরও কয়েকদিন শৈত্যপ্রবাহ থাকছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শীতের অনুভূতির সঙ্গে কুয়াশাও বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কুয়াশা ও হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন।

চুয়াডাঙ্গায় গতকাল মাঝারি শৈত্যপ্রবাহ থাকলেও আজ তাপমাত্রা কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশা কেটে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ার দাপটে ভোগান্তি হচ্ছে জনজীবনে।

রংপুরে আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি। আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পাবনার ঈশ্বরদীতেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় কমে গেছে দৃষ্টি সীমা। সকালেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

এদিকে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে হাসপাতালে।

#তমহ/বিবি/১৩ ০১ ২০২৩


জাতীয় ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, জানুয়ারী ১২, ২০২৩ ৩:৩১ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!