চামড়ার বাজারে আবার মন্দা!

চামড়ার বাজারে আবার মন্দা!

রাজধানী ঢাকার পোস্তার আড়তে দুই দিনে প্রায় ২ লাখ কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে। এসব চামড়া ৬০০ ৭০০ টাকায় বেচাকেনা হয়। ব্যবসায়ীরা বলছেন, তারা ন্যায্য দাম পাননি। এ জন্য লবণের চড়া দাম আর ট্যানারি থেকে বকেয়া টাকা না পাওয়ার অজুহাত আড়তদারদের। ট্যানারি মালিকদের আশ্বাস, এবার সরকার নির্ধারিত দামে লবণযুক্ত চামড়া কিনবেন তারা।

রাজধানীর কাঁচা চামড়ার সবচেয়ে বড় আড়ৎ পোস্তা। বৃষ্টি উপেক্ষা করে চলে চামড়া বেচাকেনা। বিভিন্ন এলাকা থেকে চামড়া নিয়ে আসলেও ভালো দাম না পাওয়ার অভিযোগ খুচরা বিক্রেতাদের। গরুর চামড়া দাম গড়ে ৬০০ ৬৫০ টাকা।আর ছাগলের চামড়ার তো দামই নেই। এ জন্য লবণের বাড়তি খরচ কে দুষছে ক্রেতা।

কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, সরকার নির্ধারিত দামে কেনার পরও লবণ ও শ্রমিক বাবদ খরচ হয় ২৫০ পর্যন্ত। আবার ট্যানারি মালিকদের কাছে বকেয়া মোটা অংকের টাকা। এর প্রভাব পড়ছে দামে।
ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ বলেন, এ খাতে সুফল পেতে চামড়া শিল্প নগরীর মান উন্নয়ন সবচেয়ে জরুরি বলে।

সোমবার থেকে এই আড়তের লবণ দেয়া চামড়া কেনা শুরু করবে ট্যানারিরগুলো।

#তমহ/বিবি/০১জুলাই২০২৩


ব্যবসা ডেস্ক, বিবি
Published at: শুক্র, জুন ৩০, ২০২৩ ১:১৫ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!