বিদেশি বিনিয়োগ নিম্নমুখী

বিদেশি বিনিয়োগ নিম্নমুখী

বৈদেশিক মুদ্রা আসার অন্যতম উৎস প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই)। সম্প্রতি এতে মন্দাভাব লক্ষণীয়। গেল বছরের প্রথম ৯ মাসে তথা জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে এফডিআই কমেছে প্রায় ২৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংক প্রদত্ত এফডিআই সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে রয়েছে এমন তথ্য।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালের (জানুয়ারি সেপ্টেম্বর) সময়ে দেশে নিট এফডিআই এসেছে ২.১১৫ বিলিয়ন (২১১ কোটি ৫৯ লাখ) ডলার। ২০২২ সালের একই সময়ে নিট এফডিআই এসেছিল ২.৭৭৬ বিলিয়ন (২৭৭ কোটি ৬১ লাখ) ডলার। অর্থাৎ গত বছরের প্রথম ৯ মাসে তার আগের বছরের একই সময়ের তুলনায় এফডিআই প্রবাহ কমেছে ২৩ দশমিক ৭৮ শতাংশ।

এদিকে এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে (জুলাই সেপ্টেম্বর) নিট এফডিআই অস্বাভাবিক হারে কমেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের জুলাই সেপ্টম্বর সময়ে নিট এফডিআই এসেছে ৬৭০ দশমিক ২১ মিলিয়ন ডলার। ২০২২ সালের একই সময়ে এসেছিল ১ দশমিক ১০ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে কমেছে ৩৯ দশমিক ০৮ শতাংশ।

অপরদিকে গত বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল জুন) তুলনায় তৃতীয় প্রান্তিকে নিট এফডিআই ১৮ দশমিক ১৯ শতাংশ কমেছে। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশে নিট এফডিআই এসেছিল ৮১৯ দশমিক ২২ মিলিয়ন ডলার।

সূত্রমতে, দেশে মহামারি করোনার আঘাত পর থেকে বিদেশি বিনিয়োগ নেতিবাচক প্রভাব পড়ে। তবে করোনার প্রকোপ কমে আসার সঙ্গে সঙ্গে ২০২১ ও ২০২২ সালে টানা বেড়েছিল বিদেশি বিনিয়োগ। তবে বিদায়ী ২০২৩ সালে এসে একপ্রকার হোঁচট খেয়েছে এই সূচকটি। এর প্রভাব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও পড়েছে।

এফডিআই প্রবাহ কমার পাশাপাশি নতুন পুঁজি তথা ইক্যুইটি, পুনঃবিনিয়োগ এবং ইন্ট্রা কোম্পানি ঋণ বিনিয়োগও গত বছরের প্রথম ৯ মাসে ব্যাপক হারে কমেছে।

#তমহ/বিবি/২২জানুয়ারি২০২৪


অর্থনীতি ডেস্ক, বিবি
Published at: সোম, জানুয়ারী ২২, ২০২৪ ১:৪৫ পূর্বাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!