অ্যাপলকে হটিয়ে এনভিডিয়া
অ্যাপলকে হটিয়ে আবার বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হয়েছে এনভিডিয়া। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম অনেকটা বৃদ্ধি পাওয়ায় গত শুক্রবার তারা বিশ্বের সবচেয়ে বেশি বাজার মূলধনসম্পন্ন কোম্পানির স্বীকৃতি পায়। তবে এই অর্জন ছিল সাময়িক। খবর: রয়টার্স।
মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জন্য তারা যে চিপ বানায়, সেই চিপের চাহিদা বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়। শুক্রবার কিছু সময়ের জন্য এনভিডিয়ার বাজার মূলধন ৩ দশমিক ৫৩ ট্রিলিয়ন বা ৩ লাখ ৫৩ হাজার কোটি ডলারে উন্নীত হয়। ওই সময় অ্যাপলের বাজার মূলধন ছিল ৩ দশমিক ৫২ ট্রিলিয়ন বা ৩ লাখ ৫২ হাজার কোটি ডলার। পরে শেয়ারের দাম কমে যাওয়ায় এনভিডিয়ার বাজার মূলধন ৩ দশমিক ৪৭ ট্রিলিয়ন বা ৩ লাখ ৪৭ হাজার কোটি ডলারে নেমে আসে। একই সময়ে অ্যাপলের বাজার মূলধন ছিল ৩ দশমিক ৫২ ট্রিলিয়ন ডলার বা ৩ লাখ ৫২ হাজার কোটি ডলার।
এর আগে গত মঙ্গলবার এনভিডিয়ার শেয়ারের দাম এযাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। প্রসেসরের বাজারে আরও বাড়বাড়ন্ত হচ্ছে। বছরের তৃতীয় প্রান্তিকে তাইওয়ানের চিপ কোম্পানি টিএমএসসির মুনাফা ৫৪ শতাংশ বেড়েছে—এই বিষয়ও এনভিডিয়ার শেয়ারের মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। একই সময়ে অ্যাপলের স্মার্টফোনের চাহিদায় টান পড়েছে। বছরের তৃতীয় প্রান্তিকে চীনে আইফোনের বিক্রি কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। অথচ একই সময়ে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ের ফোন বিক্রি বেড়েছে ৪২ শতাংশ। তা সত্ত্বেও অ্যাপল এখনো বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি। আজ শনিবার সকালের হিসাবেও দেখা গেছে, অ্যাপল এখন বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি।
#তমহ/বিবি/২৬অক্টোবর২০২৪
Share with others:
Recent Posts
Recently published articles!
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি